ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পণ্যে আড়াই হাজার শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:১৯, ২২ এপ্রিল ২০২৫
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পণ্যে আড়াই হাজার শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আমদানিকৃত সৌর প্যানেলের ওপর ২ হাজার ৫২১ শতাংশ কর আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক বছর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সৌর প্যানেলের যন্ত্রাংশ উৎপাদনকারীরা যুক্তরাষ্ট্রে তাদের বাণিজ্য সুরক্ষার আহ্বান জানিয়েছিল। ওই সময় বিষয়টির ওপর তদন্ত শুরু হয়েছিল। 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা চীনের কাছ থেকে ভর্তুকি সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে স্বস্তায় পণ্য সরবরাহের মাধ্যমে ডাম্পিং করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাইরে মার্কিন সরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেম কমিশন জুনে নতুন শুল্কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাবে।

কোম্পানি ও তাদের পণ্য উৎপাদনকারী দেশের ওপর ভিত্তি করে ভারসাম্য ও অ্যান্টি ডাম্পিং শুল্ক ভিন্ন হতে পারে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অসহযোগিতার কারণে কম্বোডিয়ার সৌর যন্ত্রাংশ রপ্তানিকারকদের ওপর ৩ হাজার ৫২১ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মালয়েশিয়ায় চীনা উৎপাদনকারী জিনকো সোলারের ওপর ৪১ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করা হবে, যা অন্যান্য দেশগুলোর তুলনায় সর্বনিম্ন। আরেকটি চীন ভিত্তিক কোম্পানি ট্রিনা সোলারের ওপর ৩৭৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কোম্পানিটি থাইল্যান্ডে তাদের পণ্য উৎপাদন করে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়