২৪ ঘণ্টায় ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল আংশিকভাবে অবরোধ তুলে নেওয়ার পর থেকে তিন সপ্তাহের মধ্যে ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের প্রায় প্রতিদিন হত্যা করছে। বুধবার নিহতদের মধ্যে ত্রাণ সংগ্রহকারীরাও রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মাগাজি শরণার্থী শিবির, জেইতুন পাড়া এবং গাজা সিটির মধ্য ও উত্তরাঞ্চলে পৃথক বিমান হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শিবিরে বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভিড়ের উপর ইসরায়েলি গুলিবর্ষণে আরো ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের শেষের দিকে সাহায্য বিতরণ পুনরায় শুরু হওয়ার পর থেকে খাদ্য সহায়তা পেতে চেষ্টা করা ফিলিস্তিনিদের মধ্যে ৩৯৭ জন নিহত এবং তিন হাজারেরও বেশি আহত হয়েছে।
জা শহরের বাসিন্দা আদেল বলেছেন, “গাজায় দিনরাত মানুষ হত্যা করা হচ্ছে, কিন্তু মনোযোগ ইরান-ইসরায়েল যুদ্ধের দিকে সরে গেছে। আজকাল গাজা সম্পর্কে খুব কম খবরই পাওয়া যায়। যে ইসরায়েলি বোমায় মারা যায় না, সে ক্ষুধায় মারা যায়। মানুষ প্রতিদিন খাবারের জন্য তাদের জীবনের ঝুঁকি নেয়, তারা মারাও যায় এবং তাদের রক্তে আটার বস্তা ভেসে যায়।”
ঢাকা/শাহেদ