ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিনের ওপর হতাশ, তবে সম্পর্ক শেষ হয়নি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১৪:৫৯, ১৫ জুলাই ২০২৫
পুতিনের ওপর হতাশ, তবে সম্পর্ক শেষ হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশ, তবে সম্পর্ক ছিন্ন করেননি। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্টের ওপর আস্থা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি প্রায় কারো ওপরই আস্থা রাখি না।”

আরো পড়ুন:

বিবিসি বলছে, এই সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন এবং রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিতে না আসে, তাহলে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।

ওভাল অফিস থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোর প্রতি সমর্থন প্রকাশ করেন। জোটটিকে এক সময় তিনি ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছিলেন। তবে এবার তিনি জোটটির প্রতিরক্ষা নীতির পক্ষে অবস্থান নেন।

পেনসিলভানিয়ার বাটলারে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণরা সময় তাকে হত্যার চেষ্টার ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে সম্ভাব্য একটি সাক্ষাৎকারের জন্য বিবিসি যোগাযোগর পর ট্রাম্প প্রায় ২০ মিনিট ফোনে সাক্ষাৎকার দেন।

হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার ঘটনা তার জীবনে পরিবর্তন এনেছে কিনা জানতে চাওয়া হলে জানান, তিনি যতটা সম্ভব এটি নিয়ে কম ভাবতে পছন্দ করেন। 

ট্রাম্প বলেন, “এটা আমাকে বদলে দিয়েছে কিনা তা নিয়ে আমি ভাবতে পছন্দ করি না। এ নিয়ে বেশি ভাবলে তা জীবন পাল্টে দিতে পারে।”

তবে হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর তিনি বেশ দীর্ঘ সময়জুড়ে পুতিন নিয়ে নিজের হতাশার কথা বলেন। ট্রাম্প জানান, তিনি রাশিয়ার সঙ্গে চারবার চুক্তির কাছাকাছি গিয়েছিলেন।

পুতিনের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে কিনা জানতে চাইলে বিবিসিকে ট্রাম্প বলেন, “আমি তার ওপর হতাশ, কিন্তু সম্পর্ক শেষ করিনি। তবে আমি হতাশ।”

ট্রাম্প কীভাবে পুতিনকে ‘রক্তপাত বন্ধ করতে’ রাজি করাবেন তা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এটি নিয়ে কাজ করছি।”

তিনি বলেন, “আমাদের কথোপকথোন সবসময়ই দারুন হয়। আমি ভাবি, চুক্তি প্রায় হয়েই গেল। কিন্তু এরপরপরই দেখি, তিনি কিয়েভে একটা ভবন উড়িয়ে দিলেন।”

বিবিসি জানিয়েছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করেছে, যার ফলে রেকর্ড সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ২০২২ সালে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে।

পুতিন জোর দিয়ে বলেছেন, তিনিও শান্তি চান, তবে তিনি যেটিকে যুদ্ধের ‘মূল কারণ’ বলে অভিহিত করেছেন তা প্রথমে সমাধান করতে হবে। তার মতে, যুদ্ধটি কিয়েভ, ন্যাটো ও পশ্চিমা দেশগুলো থেকে রাশিয়ার নিরাপত্তার জন্য বহিরাগত হুমকির ফলাফল।

ট্রাম্প এর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করলেও এবার তিনি বলেন, “আমি এখন মনে করি ন্যাটো ঠিক তার উল্টো কিছু হয়ে উঠছে। কারণ এই জোট এখন নিজেদের খরচ নিজেরাই দিচ্ছে।”

ট্রাম্প বলেন, তিনি এখনও যৌথ প্রতিরক্ষায় বিশ্বাস করেন, কারণ এর মানে হলো ছোট দেশগুলো বড়দের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়ে নিজেদের রক্ষা করতে পারবে।” 

ট্রাম্প দাবি করেন, জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের নেতারা এখন তার সিদ্ধান্তকে সম্মান করেন, কারণ অনেকের বিশ্বাস, টানা দুইবার প্রেসিডেন্ট হওয়া মানে ‘প্রচুর প্রতিভা’ রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে চলমান নানা ইস্যু নিয়েও কথা বলেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়