বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ভারত
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ভারত। ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে বলে সম্প্রতি দপ্তরটির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর মধ্যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি আসন্ন ২০২৬ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা। তার আগেই বাংলাদেশ চুক্তি নবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হওয়ায় ভারতের পক্ষেও উদ্যোগ নেওয়া হয়েছে বলেই এনটিপিসি সূত্রে খবর।
এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের কর্মকর্তারা গত শুক্রবার (১৮ অক্টোবর) এই বিষয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর টিএসইসিএলের এমডি দেবাশীষ বোসের সঙ্গে নবায়নের বিষয়ে নয়াদিল্লিতে একটি বৈঠক করেছেন।
দেবাশিস বোস সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা বিপিডিবির সঙ্গে চুক্তি নবায়ন করতে প্রস্তুত।”
তিনি জানান, টিএসইসিএল বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এবং নভেম্বর থেকে এটি ১০০ মেগাওয়াটে উন্নীত হবে।
বোস আরো বলেন, “প্রক্রিয়া অনুসারে, এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম এখন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করবে। যদি তারা রাজি হয়, তাহলে আমরা প্রতিবেশী দেশটিতে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাব।”
নেপালে বিদ্যুৎ সরবরাহের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “নেপালের তুলনায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা বেশি কার্যকর। বর্তমানে, আমরা বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সম্প্রসারণের উপর মনোযোগ দিচ্ছি।”
ঢাকা/সুচরিতা/ফিরোজ