ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৪০ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২২ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৪৯, ২২ অক্টোবর ২০২৫
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৪০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৪০ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, অভিবাসীরা সবাই সাব-সাহারান আফ্রিকান দেশগুলোর নাগরিক। নৌকাডুবির এই ঘটনা চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি বলে স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, উপকূলীয় শহর মাহদিয়ার কাছে প্রায় ৭০ জন অভিবাসী বহনকারী নৌকাটি ডুবে যায়।

ইউরোপে উন্নত সুযোগের সন্ধানে সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের জন্য তিউনিসিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ হয়ে উঠেছে।

সর্বশেষ ঘটনাটি অভিবাসীদের চলমান ঝুঁকি এবং অনিয়মিত অভিবাসন রুট পরিচালনার জন্য উত্তর আফ্রিকার দেশগুলোর উপর ক্রমবর্ধমান চাপকে তুলে ধরে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়