ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিমবঙ্গে

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:৫২, ২৩ অক্টোবর ২০২৫
কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিমবঙ্গে

কালীপূজার উৎসবের মধ্যেই দেবী কালীমূর্তি ভাঙা কেন্দ্র করে তীব্র উত্তেজনা পশ্চিমবঙ্গে। ঘটনা মঙ্গলবার রাতে। জানা যায়, কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের সূর্যনগরে এক কালীমন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

বুধবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। মূর্তি ভাঙার প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ-পথ অবরোধ শুরু করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ।

আরো পড়ুন:

দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ‘বুধবার সকালে একটি মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায়। তদন্ত শুরু হলেও, স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়। জাতীয় সড়ক অবরোধ করে, মূর্তির বিসর্জনে বাধা দেওয়া হয়। বিক্ষোভকারীদের সরাতে ন্যূনতম বলপ্রয়োগ করে পুলিশ। সেই সময়ই পুলিশের উপর পাথর বৃষ্টি করে বিক্ষোভকারীরা। এরপরেই মূর্তির বিসর্জনের ব্যবস্থা করে পুলিশ। অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, কাউকে ছাড়া হবে না।’ রাজ্য পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশের তরফ থেকে দাবি করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরূদ্ধ হয়ে পড়ার পরেই পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বলে দাবি করেছে পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। তারাই বিসর্জনের ব্যবস্থা করে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ এই দাবি করলেও সকাল থেকে আসরে নেমে পড়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।

বিরোধীদের অভিযোগ উত্তেজনা সামাল দিতে জোরপূর্বক মূর্তির বিসর্জনের উদ্যোগ নেয় পুলিশ। এসময় প্রিজন ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় ভাঙা কালীমূর্তি।

এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই থমথমে গোটা এলাকা। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করেন। এভাবে বাংলায় হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে বলেই দাবি তার।

অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল। শাসক শিবিরের দাবি, ইচ্ছাকৃতভাবে বাংলায় অশান্তি ছড়়ানোর চেষ্টা করছে পদ্মশিবির।

 

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়