ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যারিবিয়ান সাগরে আবারো যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৪ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:১৮, ২৪ অক্টোবর ২০২৫
ক্যারিবিয়ান সাগরে আবারো যুক্তরাষ্ট্রের হামলা

ক্যারিবিয়ান সাগরে জাহাজ লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার জানিয়েছেন, মাদক পাচারকারীদের সাথে সম্পর্কিত বলে অভিযোগ করা একটি জাহাজের ওপর এই হামলা চালানো হয়েছে।

ক্যারিবিয়ান সাগরে ট্রেন ডি আরাগুয়া অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত একটি দলের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছিল।

হেগসেথ জানান, ‘ছয়জন পুরুষ মাদক-সন্ত্রাসী’ জাহাজে ছিলেন এবং তাদের হত্যা করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে জাহাজের উপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মাদক পাচার কমানোর প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

হেগসেথ এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে অভিযানটি দেখানো হয়েছে।ভিডিও শুরুতে একটি জাহাজ দেখা যায়। কিছুক্ষণ পরেই সেখান থেকে বিপুল পরিমাণ ধোঁয়ার উদগিরণ দেখা যায়।

সেপ্টেম্বরের শুরু থেকে এটি ট্রাম্প প্রশাসনের দশম আক্রমণ যা অভিযুক্ত মাদক পাচারকারীদের বিরুদ্ধে চালানো হয়েছে। বেশিরভাগই দক্ষিণ আমেরিকার বাইরে, ক্যারিবিয়ান অঞ্চলে করা হয়েছে। তবে ২১ এবং ২২ অক্টোবর তারা প্রশান্ত মহাসাগরে হামলা চালানো হয়েছে।

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যরা এই ধরনের হামলার বৈধতা এবং প্রেসিডেন্টের আদেশ দেওয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

১০ সেপ্টেম্বর ২৫ জন ডেমোক্র্যাট মার্কিন সিনেটর হোয়াইট হাউসকে চিঠি লিখে অভিযোগ করেছেন যে প্রশাসন কয়েকদিন আগে একটি জাহাজে হামলা চালিয়েছে। ‘জাহাজে থাকা ব্যক্তিরা এবং জাহাজের পণ্যসম্ভার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ ছিল এমন কোনো প্রমাণ ছিল না।’

কেনটাকির সিনেটর র‌্যান্ড পল জানিয়েছেন, এই ধরনের হামলার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়