ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় ২ বছরের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৬, ৪ নভেম্বর ২০২৫
গাজায় ২ বছরের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন চায় যুক্তরাষ্ট্র

গাজায় কমপক্ষে দুই বছরের জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের অনুমোদন চাইছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ফিলিস্তিনি ছিটমহলে নিরাপত্তা বজায় রাখার জন্য প্রস্তাবিত নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠার রূপরেখা দিয়ে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বেশ কয়েকটি সদস্যকে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে।

খসড়াটির একটি অনুলিপি পেয়ে অ্যাক্সিওস জানিয়েছে, প্রস্তাবটিকে ‘সংবেদনশীল কিন্তু অ-শ্রেণীবদ্ধ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবটিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোকে ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজা শাসনের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য একটি বিস্তৃত আদেশ দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে সেই নির্ধারিত সময়ের পরেও শাসনের মেয়াদ সম্প্রসারণের সম্ভাবনা অনুমোদন করবে।

প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ‘গাজা শান্তির বোর্ড’-এর সাথে পরামর্শক্রমে এই বাহিনীটি প্রতিষ্ঠিত হবে। শান্তি বোর্ড ‘অন্তত ২০২৭ সালের শেষ পর্যন্ত’ বহাল থাকবে।

তবে, একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, আইএসএফ একটি ‘শান্তিরক্ষী বাহিনী নয়, একটি প্রয়োগকারী বাহিনী’ হবে। প্রস্তাবটির লক্ষ্য ছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বাহিনী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া এবং জানুয়ারির মধ্যে গাজায় প্রথম সেনা মোতায়েন করা।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়