ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লিতে প্রতি সাতজনে ১ জনের মৃত্যুর কারণ বায়ু দূষণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৪ নভেম্বর ২০২৫  
দিল্লিতে প্রতি সাতজনে ১ জনের মৃত্যুর কারণ বায়ু দূষণ

২০২৩ সালে ভারতের রাজধানী দিল্লিতে মোট মৃত্যুর প্রায় ১৫ শতাংশের জন্য বায়ু দূষণ দায়ী ছিল, যা এটিকে শহরের একক বৃহত্তম স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত করেছে। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ-এর তথ্যের বিশ্লেষণ করে মঙ্গলবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের শুরুতে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণে অনুমান করা হয়েছে যে, গত বছর জাতীয় রাজধানীতে প্রায় ১৭ হাজার ১৮৮ জন মৃত্যুর কারণ ছিল দীর্ঘমেয়াদী কণা পদার্থ দূষণ। এর অর্থ হল দিল্লিতে প্রতি সাতজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ শহরের বিষাক্ত বায়ু।

এই উদ্বেগজনক পরিসংখ্যান সত্ত্বেও, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বায়ু দূষণকে মৃত্যুর সাথে সরাসরি যুক্ত করার ‘কোনো চূড়ান্ত প্রমাণ’ নেই। তবে এটিকে মৃত্যুর বেশ কয়েকটি কারণের মধ্যে একটি বলে অভিহিত করেছে।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর গবেষকরা জানিয়েছেন, ফলাফলগুলো বায়ু দূষণকে পরিবেশগত অসুবিধার পরিবর্তে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে।

সংস্থাটির বিশ্লেষক ড. মনোজ কুমার বলেন, “বায়ু দূষণকে এখন কেবল পরিবেশগত সমস্যা নয়, বরং জনস্বাস্থ্যের সমস্যা হিসেবেই বিবেচনা করা উচিত। ভারতে ইতিমধ্যেই ২৫০ টিরও বেশি মহামারী সংক্রান্ত গবেষণা রয়েছে যা দূষিত বায়ু এবং স্বাস্থ্যের উপর বিস্তৃত প্রভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। বিজ্ঞান স্পষ্ট: এখন যা প্রয়োজন তা হল সিদ্ধান্তমূলক, সমন্বিত পদক্ষেপ।”

তিনি জানান, কণা দূষণ ফুসফুসের বাইরেও মানবদেহকে প্রভাবিত করে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে, সূক্ষ্ম কণা ফুসফুসের গভীরে ভ্রমণ করতে পারে, অ্যালভিওলিতে পৌঁছাতে পারে এবং রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। সময়ের সাথে সাথে, এই কণাগুলি রক্তনালীতে জমা হয়, যা হৃদপিণ্ড এবং মস্তিষ্কে অক্সিজেন প্রবাহকে হ্রাস করে, যা স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অন্যান্য দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণ হতে পারে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়