কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে ৪৯তম কলকাতা বইমেলার দিনক্ষণ। তবে এবারো অংশ নিচ্ছে না বাংলাদেশ। অন্তত এমনটাই মনে করছেন কলকাতা বইমেলা আয়োজকরা। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমরা আমাদের কর্তব্য করবো। বাকীটা দেখা যাক।
ভারতের সবচেয়ে বড় বইমেলার নাম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৪৮তম বইমেলাতেও অংশ নেয়নি বাংলাদেশ। ফলে বইমেলার ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বছর অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে যথেষ্ট হতাশ বইমেলা কর্তৃপক্ষ।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশের অংশ নিতে কোনো সমস্যা নেই। বাংলাদেশ রাজি আছে। চেষ্টা চলছে কলকাতা বইমেলায় যাতে বাংলাদেশ অংশ নিতে পারে।
সোমবার(২ নভেম্বর) কলকাতার পার্ক হোটেলে সংবাদ সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানান হয়েছিল, আগামী বছর ২২ জানুয়ারি, কলকাতা বইমেলার উদ্বোধন হবে। এবারে মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারের মত মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক করুণাময়ী সংলগ্ন ‘বইমেলা প্রাঙ্গন’এই হবে বইমেলা। এই প্রথম থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে। উপস্থিত ছিলেন, কলকাতায় অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধিসহ বিশিষ্টরা।
বইমেলার আয়োজকদের তরফে জানানো হয়, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লাখ বইপ্রেমী। বই বিক্রি হয়েছে ২৩ কোটি রুপির। ২০২৬ সালের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড এবং ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। এছাড়াও থাকবে ভারতের বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থা।
সুচরিতা/শাহেদ