ইস্তাম্বুলে পুনরায় শান্তি আলোচনায় বসছে আফগানিস্তান ও পাকিস্তান
ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু করবে আফগানিস্তান ও পাকিস্তান। উভয় দেশই বিষয়টি নিশ্চিত করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গত মাসে সংঘর্ষ হয়। ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হয়।
১৯ অক্টোবর দোহায় উভয় পক্ষ যুদ্ধবিরতি স্বাক্ষর করে। কিন্তু গত সপ্তাহে ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনা দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াই শেষ হয়। কারণ আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের প্রতি শত্রুভাবাপন্ন জঙ্গি গোষ্ঠীগুলির কার্যক্রম নিয়ে মতবিরোধ ছিল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি জ্ঞানের জয় হবে এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধার হবে।”
তিনি জানান, ইসলামাবাদ আফগানিস্তানকে তাদের ভাগাভাগি সীমান্ত পেরিয়ে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণকারী জঙ্গিদের নিয়ন্ত্রণে আনতে রাজি করানোর একটি ‘এক দফা এজেন্ডা’ অনুসরণ করছে।
দুটি সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সামরিক গোয়েন্দা শাখার প্রধান আসিম মালিক পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রাষ্ট্রীয় সম্প্রচারক আরটিএকে জানিয়েছেন, আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিক।
ঢাকা/শাহেদ