ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ায় বিমান ঘাঁটি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫২, ৬ নভেম্বর ২০২৫
সিরিয়ায় বিমান ঘাঁটি করবে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় বিমান ঘাঁটি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া একটি নিরাপত্তা চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য এই ঘাঁটি স্থাপন করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দামেস্কে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতির পরিকল্পনাটি ইরানের মিত্র দীর্ঘদিনের নেতা বাশার আল-আসাদের গত বছরের পতনের পর সিরিয়ার যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত পুনর্বিন্যাসের একটি লক্ষণ হবে। ঘাঁটিটি দক্ষিণ সিরিয়ার কিছু অংশের প্রবেশপথে অবস্থিত, যেখানে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তির অংশ হিসেবে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্থতায় সম্পন্ন হচ্ছে।

ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে সাক্ষাৎ দেবেন। 

রয়টার্স ঘাঁটির প্রস্তুতির সাথে পরিচিত ছয়টি সূত্রের সাথে কথা বলেছে, যার মধ্যে দুই পশ্চিমা কর্মকর্তা এবং একজন সিরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাও রয়েছেন। তারা নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইসরায়েল-সিরিয়া চুক্তি পর্যবেক্ষণে সহায়তা করার জন্য ঘাঁটিটি ব্যবহার করার পরিকল্পনা করছে।

পরিকল্পনা সম্পর্কে মন্তব্যের অনুরোধের জবাবে পেন্টাগন এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র “আইএসআইএস (ইসলামিক স্টেট) কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সিরিয়ায় আমাদের প্রয়োজনীয় অবস্থান ক্রমাগত মূল্যায়ন করছে এবং (আমরা) অবস্থান বা (কোথায়) বাহিনী কাজ করে তার সম্ভাব্য অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করি না।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়