ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি
চলতি বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি ভিয়েতনামে আঘাত হেনেছে। বৃহস্পতিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস।
এর আগে ঘূর্ণিঝড় কালমেগি মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোরে ফিলিপাইনের স্থলভাগে আঘাত হানে। এতে মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ছোট অনেক বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে, শহরজুড়ে কাদার ঘন স্তুর পড়েছে। কালমেগির আঘাতে দেখা দেওয়া ভয়াবহ বন্যার ফলে কমপক্ষে ১১৪ জনের মৃত্যু হয়েছে।
ভিয়েতানামের সংবাদমাধ্যমটি জানিয়েছে, কুই নন এলাকার হোটেলগুলোর জানালা ভেঙে প্রধান সড়কগুলোতে গাছ পড়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ঝড়টি স্থলভাগে, ডাক লাক এবং গিয়া লাই প্রদেশে আঘাত হেনেছে।”
ঢাকা/শাহেদ