বৈশ্বিক উষ্ণতা সীমিত করার ব্যর্থতা মারাত্মক অবহেলা: গুতেরেস
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে ব্যর্থতা একটি ‘নৈতিক ব্যর্থতা এবং মারাত্মক অবহেলা।’ বৃহস্পতিবাার ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেছেন।
গুতেরেস বলেছেন, একটি অস্থায়ী পরিবর্তনও ‘প্রতিটি জাতির জন্য অনেক বেশি ধ্বংস এবং খরচের বোঝা টেনে আনতে করতে পারে। এটি বাস্তুতন্ত্রকে বিপর্যয়কর এবং অপরিবর্তনীয় পর্যায়ে নিয়ে যেতে পারে, কোটি কোটি মানুষকে বসবাসের অযোগ্য পরিস্থিতিতে ফেলতে পারে এবং শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বাড়িয়ে তুলতে পারে।”
তিনি জানান, জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো জলবায়ু স্থিতিশীল করার প্রচেষ্টাকে নিয়ে ‘জনসাধারণের সঙ্গে প্রতারণা করছে এবং অগ্রগতিতে বাধা দিচ্ছে।’
৩০ টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলার সময় গুতেরেস বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যকে একটি বাসযোগ্য গ্রহের জন্য একটি ‘লাল রেখা’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “এক ডিগ্রিরও বেশি তাপমাত্রার প্রতিটি ভগ্নাংশের অর্থ হল আরো ক্ষুধা, আরো স্থানচ্যুতি, আরো অর্থনৈতিক দুর্দশা এবং আরো বেশি প্রাণ ও বাস্তুতন্ত্রের ক্ষতি। প্রতি বছর ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা অর্থনীতিতে আঘাত হানবে, বৈষম্য আরো তীব্র করবে এবং অপরিবর্তনীয় ক্ষতি করবে - উন্নয়নশীল দেশগুলো এর সবচেয়ে বেশি ক্ষতি ঠেকাতে সবচেয়ে কম চেষ্টা করেছে। এটি সংহতি নয়। এটি নৈতিক ব্যর্থতা এবং মারাত্মক অবহেলা।”
ঢাকা/শাহেদ