ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের নগ্ন সাম্রাজ্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৪ জানুয়ারি ২০২৬  
যুক্তরাষ্ট্রের নগ্ন সাম্রাজ্যবাদ

ভেনেজুয়েলায় মার্কিন বোমাবর্ষণ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনা গত দুই শতাব্দী ধরে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস অনুসরণ করে। তবে এটি দক্ষিণ আমেরিকার কোনো দেশের উপর প্রথম সরাসরি মার্কিন সামরিক আক্রমণ হিসেবে একটি নজিরবিহীন মুহূর্তকেও চিহ্নিত করে।

মাদুরোর বন্দি হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “পশ্চিম গোলার্ধে আমেরিকান আধিপত্য আর কখনো প্রশ্নবিদ্ধ হবে না।”

আরো পড়ুন:

কিন্তু ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল অর্থনৈতিক চাপের মাধ্যমেই নয় বরং আক্রমণ, দখলদারিত্বের একটি দীর্ঘ তালিকাসহ সামরিকভাবেও তার মহাদেশীয় প্রতিবেশীদের উপর হস্তক্ষেপ করেছে। বর্তমান পরিস্থিতির সাথে ১৯৮৯ সালে পানামার একনায়ক ম্যানুয়েল নোরিয়েগার বন্দিদশা সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ, ।

গোপন পদক্ষেপগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে উৎখাত করতে এবং ব্রাজিল, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিল। তবে মার্কিন সামরিক অভিযান ঐতিহাসিকভাবে মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের নিকটতম প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

রিও ডি জেনেরিওর স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক মাউরিসিও সান্তোরো বলেছেন, দক্ষিণ আমেরিকার কোনো দেশে প্রথম সরাসরি মার্কিন সামরিক আক্রমণ ‘বিদেশী ও প্রতিরক্ষা নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় - যা কয়েক সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।’

এই কৌশলটিতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ‘সম্প্রসারণ’ করার আহ্বান জানানো হয়েছিল, যা এটি মনরো মতবাদ অনুযায়ী ‘ট্রাম্পের অনুষঙ্গ’ হিসেবে বর্ণনা করা যায়। ১৮২৩ সালে প্রেসিডেন্ট জেমস মনরো প্রণীত ‘আমেরিকা আমেরিকানদের জন্য’ পররাষ্ট্র নীতি পরবর্তীকালে দক্ষিণ ও মধ্য আমেরিকায় মার্কিন-সমর্থিত সামরিক অভ্যুত্থানকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল।

টেম্পল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং ‘আ শর্ট হিস্ট্রি অফ ইউএস ইন্টারভেনশনস ইন ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান’ বইয়ের লেখক অ্যালান ম্যাকফারসন বলেছেন, শনিবারের অভিযান অতীতের অনেক অভিযানের সাথে ‘সঙ্গতিপূর্ণ’ হলেও, এটি ‘আতঙ্কজনক, কারণ ১৯৮৯ সালের পর থেকে এরকম কিছুই ঘটেনি।’

তিনি বলেছেন, “অনেকে হয়তো ভেবেছিলেন যে নগ্ন সাম্রাজ্যবাদের এই যুগ - যেখানে আমেরিকা কেবল সামরিক শক্তির মাধ্যমে ল্যাটিন আমেরিকায় যে রাজনৈতিক ফলাফল পেতে চায় - তা একবিংশ শতাব্দীতে শেষ হয়ে যাবে, কিন্তু স্পষ্টতই তা নয়।”

মাদুরোকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ‘পরিচালনা করবে’। “যতক্ষণ না আমরা ভেনেজুয়েলাকে একটি নিরাপদ রাষ্ট্রে রূপান্তর সম্পন্ন করতে পারছি, ততক্ষণ আমরাই দেশটি পরিচালনা করব। আমরা চাই না অন্য কেউ সেখানে ঢুকে পড়ুক এবং গত দীর্ঘ বছর ধরে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, আবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি হোক।”

অ্যালান ম্যাকফারসন বলেছেন, এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের পরে ‘শান্তি, প্রশান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র" আসবে, তা ‘খুব বিরল।’

তিনি বলেন, “মার্কিন হস্তক্ষেপ প্রায় সবসময়ই উত্তরাধিকারের দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়