যুক্তরাষ্ট্র হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে: কলম্বিয়ার প্রেসিডেন্ট
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার এবং তার সরকারের বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখে, তাহলে প্রয়োজন হলে তিনি দেশের জন্য ‘অস্ত্র হাতে তুলে নেবেন’। খবর আল-জাজিরার।
সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, “গত সপ্তাহে ভেনেজুয়েলায় চালানো অভিযানের মতো কলম্বিয়ায় কোনো ধরনের মার্কিন সামরিক হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে।”
পেত্রো বলেন, “আমি শপথ করেছিলাম যে আর কখনও অস্ত্র স্পর্শ করব না। কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আমি আবারো অস্ত্র তুলে নেব।”
পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক। ট্রাম্প মাদক পাচার মোকাবিলার নামে কলম্বিয়ায় সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন।
বিগত কয়েক মাস ধরে উভয় নেতা প্রায়ই একে অপরকে আক্রমণ করে মন্তব্য করছেন, তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের হুমকি আরো জোরালো ও শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে।
গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণের ঘটনার পর ট্রাম্প বলেছিলেন, পেত্রোরও ‘সাবধান থাকা উচিত’। গত রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পেত্রোর সরকারের বিরুদ্ধেও এই ধরনের অভিযান চালানো ‘আমার কাছে সঠিক মনে হচ্ছে’।
ট্রাম্প বলেন, “কলম্বিয়াও খুব অসুস্থ, দেশটি একজন অসুস্থ মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যে কোকেন তৈরি করতে ও যুক্তরাষ্ট্রে তা বিক্রি করতে পছন্দ করে। সে (পেত্রো) এটি আর বেশিদিন করতে পারবে না।”
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে একটি অন্যায্য হস্তক্ষেপ’।
ট্রাম্প অভিযোগ করেছেন, পেত্রো যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করছেন। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। পেত্রো দৃঢ়ভাবে ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করেছেন। পেত্রো জানান, তার সরকার মাদক উৎপাদন মোকাবিলায় কাজ করছে এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধের চিরাচরিত সামরিক পন্থা থেকে সরে আসার পদক্ষেপ নিচ্ছে।
ঢাকা/ফিরোজ