ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গড়াই নদীতে নিখোঁজ সেই শুভর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৫ আগস্ট ২০২৩  
গড়াই নদীতে নিখোঁজ সেই শুভর লাশ উদ্ধার

বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রম‌ণের সময় নাচানাচি করার এক পর্যায়ে কুষ্টিয়ার গড়াই নদীতে পড়ে নিখোঁজ হওয়া শুভর (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে গড়াই রেল সেতুর কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আরও পড়ুন: এখনো খোঁজ মেলেনি গড়াই নদীতে নিখোঁজ শুভর

মারা যাওয়া শুভ কুষ্টিয়া শহরের ১০ নম্বর পৌর ওয়ার্ডের পূর্ব চরমিলপাড়ার বাসিন্দা দুলাল উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে পৌর শহরের  চরমিলপাড়ার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত নৌ ভ্রমণে অংশ নিতে আসেন শুভসহ অন্যরা। নৌকায় থাকা শিশু-কিশোর ও তরুণরা উচ্চশব্দে ডিজে মিউজিকের সঙ্গে নাচানাচি করছিলেন। এসময় ছয়জন গড়াই নদীতে লাফ দেন। লাফ দেওয়াদের মধ্যে মানিক, অনিক, নাঈম, বিপ্লব ও নয়ন নামের ৫ জন নৌকাতে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। আজ শনিবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম বলেন, গতকাল বিকেলে পিকনিকের নৌকাতে নাচানাচি করার সময় নদীতে পড়ে একজন নিখোঁজ জন। সংবাদ পেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল বিরতিহীন উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনার প্রায় ২৫ ঘন্টা পর লাশটি উদ্ধার হলো। 

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান বলেন, পিকনিকের নৌকা থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ থেকে নদীতে পিকনিকে এসে ডিজে পার্টির নামে নাচানাচি বন্ধ করে দেওয়া হবে।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়