‘সিদ্দিক বাজারে বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্তে বলা যাবে’
ফাইল ছবি
রাজধানীর গুলিস্তানের পার্শ্ববর্তী সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঘটনাস্থলে এসে তিনি বলেন, ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমা বিস্ফোরক বিশেষজ্ঞসহ অন্য বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছেন। তারা তদন্ত করে দেখছেন এটি নাশকতা নাকি দুর্ঘটনা। অনেক সময় গ্যাস জমলেও বিস্ফোরণ হতে পারে। এ ছাড়া কোনও নাশকতা কি না, সেটিও বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন। পাশাপাশি বিভিন্ন সংস্থাও এর কারণ খতিয়ে দেখছে।
কমিশনার বলেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সিদ্দিক বাজারের এটি বাণিজ্যিক ভবন ছিল। নিচতলায় বিভিন্ন সেনেটারি সামগ্রীর দোকান ছিল। ওই ভবনে গ্রামীণ ও ব্র্যাক ব্যাংকের অফিসে ছিল। আরও কিছু কমার্শিয়াল দোকানও ছিল। যেহেতু ধ্বংসস্তূপ হয়েছে, তাই তদন্ত না করে বিস্তারিত বলা ঠিক হবে না।
এসময় মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, তিনি বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন।
মাকসুদ/এনএইচ
- ২ বছর আগে ভবনের ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, জানার চেষ্টা করছে সিআইডি
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের মামলা
- ২ বছর আগে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: লাইফ সাপোর্টে থাকা ইয়াসিনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩
- ২ বছর আগে ধ্বংসস্তূপে এখন আর মরদেহ নেই: ফায়ার সার্ভিস
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে
- ২ বছর আগে ভবনের মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরিত ভবনের দায় ‘একটু’ নিতে রাজি রাজউক
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০