ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জামায়াতের সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত রাতে: ডিএমপি কমিশনার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ৯ জুন ২০২৩  
জামায়াতের সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত রাতে: ডিএমপি কমিশনার 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, জামায়াত সমাবেশের অনুমতি পাবেন কি না, সে বিষয় সিদ্ধান্ত রাতে জানানো হবে। কেননা জামায়াতের অতীত ইতিহাস আপনারা জানেন।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরবরে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মিত সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতা মূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী দেখা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়। 

তিনি বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে। তারা আগামীকাল বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না? আমরা তথ্য পেয়েছি। আজ রাতে আমার সহকর্মীদের নিয়ে বসবো; যদি তাদের সমাবেশের অনুমতি দিই, তাহলে সেটা কীভাবে দিতে হবে। 

মাকসুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়