ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই

মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৫:২৬, ৬ জুলাই ২০২৫
রাজধানীতে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী রোডে ছিনতাইকারীরা চালক মোহাম্মদ আলামিনকে (৩০ বছর) মারধর করে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে অটোরিকশাটি ছিনতাই করা হয়।

গ্যারেজের মালিক মিজানুর রহমান বলেন, ‘‘আমার গ্যারেজ ১১/১ মগবাজারের মীরেরবাগের হাতিরঝিল এলাকায়। মোহাম্মদ আলামিন আমার অটোরিকিশার চালক। তার বাবা মৃত সওদাগার। গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।’’

আরো পড়ুন:

তিনি জানান, শনিবার বিকেলে আলামিন অটোরিকশা নিয়ে বের হয়। মধ্যরাতে গ্যারেজ করার জন্য রিকশাটি নিয়ে মীরবাগ আসার পথে রমনার সিদ্ধেশ্বরী রোডে তিন-চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তাকে মারধর করে রাস্তা উপর ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ছিনতাইকারীরা রিকশা ছিনতাইয়ের সময় চালককে মারধর করেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ঢাকা/বুলবুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়