সচিবালয়ে হামলার মামলায় গ্রেপ্তার ৪
সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে এক তরুণ রয়েছেন, যিনি ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাব’ বলে মন্তব্য করেছিলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানাধীন মধ্যপাড়ার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে আশিকুর রহমান তানভীর, বরিশালের বাবুগঞ্জ থানাধীন দেহেরগতী এলাকার বাসিন্দা ফ্রান্সেস সিকদারের ছেলে জেফ্রি অভিষেক সিকদার, কুমিল্লার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে আবু সফিয়ান এবং মুরাদনগর থানাধীন সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামত কান্দির মৃত নূর নবীর ছেলে মো. শাকিল মিয়া।
সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে আদালতে হাজির করা হবে।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছয় দাবি নিয়ে সচিবালয়ে ঢুকে হামলা চালায়। ওই দিন শাকিল মিয়া নামের এক তরুণ সাংবাদিকদেরকে বলেন, “আমাদের দাবি মানা না হলে আমরা টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাব।”
ঢাকা/এমআর/রফিক