ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি-আগুনের ঘটনায় গ্রেপ্তার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:২৪, ৪ অক্টোবর ২০২৫
রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি-আগুনের ঘটনায় গ্রেপ্তার ২

গ্রেপ্তার ২ জন

চাঁদা না দেওয়ায় রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন:

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। এ সময় পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাসচালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেন অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল।

তার আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এজন্যই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়