ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

সন্তানের বৈশিষ্ট্যগুলোকে এভাবে সজ্ঞায়িত করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:১৬, ১৯ অক্টোবর ২০২৪
সন্তানের বৈশিষ্ট্যগুলোকে এভাবে সজ্ঞায়িত করতে পারেন

ছবি: প্রতীকী

আপনার সন্তানের আচার আচরণকে আপনি কীভাবে সজ্ঞায়িত করবেন এটা একটা বড় বিষয়। শিশুর আত্মসম্মানের দিকটি প্রধান বিবেচ্য হওয়া দরকার। এমন কোনো কথা বলা উচিত নয় যাতে সে অপমান বোধ করে বা অন্যরা আপনার শিশু সম্পর্কে নেতিবাচক ধারণা পেতে পারে। 

শিশুরা সারাদিন খেলাধুলা করে। কোনো কোনো শিশু একটু বেশি মাত্রায় খেলে। আবার অনেক শিশু প্রশ্ন করতে ভালোবাসে। এই বিষয়গুলোকে নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই।  আমরা অনেক সময় বাইরের লোকজনের সামনে শিশুকে অপমান করে বসি। এটা সঠিক নয়।  সব শিশু বাইরের লোজনের সাথে সহজে মিশতে পারে না। প্রতিটি শিশুর আচরণ মৌলিক। শিশুর চঞ্চলতা, নিরবতা, প্রশ্ন করা-বিষয়গুলোকে আপনি অন্য কারও সামনে কীভাবে উপস্থাপন করতে পারেন, জেনে নিন।

এক. শিশু খুব দুষ্টু, এই কথা না বলে বলতে পারেন সে এনার্জিতে ভরপুর।

আরো পড়ুন:

দুই. বাচালের মতো বেশি প্রশ্ন করে, এই কথা না বলে বলতে পারেন সে বুদ্ধিমান এবং কিউরিয়াস।

তিন. শিশু খুব লাজুক, এই কথা না বলে বলতে পারেন সে নতুন কাউকে বিশ্বাস করতে সময় নেয়।

চার. শিশু খুব একরোখা, এই কথা না বলে বলতে পারেন সে স্বাধীনচেতা।

শিশু নানা কারণেই হীনম্মন্যতায় ভুগতে পারে। তার একটি কারণ হতে পারে তার আচরণকে কীভাবে সজ্ঞায়িত করা হচ্ছে।  শিশুরও সম্মান আছে। তাকে সম্মান দিন। শিশু  হয়ে উঠুক আত্মবিশ্বাসী। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়