বর্ষায় নখের উজ্জ্বলতা ও আদ্রতা ভালো রাখতে করণীয়
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
বর্ষায় নখের স্বাভাবিক আদ্রতা হারিয়ে যেতে পারে। এ সময় নখ অনেকাংশে মলিন দেখায়। নখের আদ্রতা কমে গেলে হলুদ দাগ দেখা যায়। এই সময় নখ ভালো রাখতে হলে এর আদ্রতা ধরে রাখতে হবে। তবেই নখের উজ্জ্বলতা ঠিক থাকবে। ঘরোয়া উপাদান ব্যবহার করে নখের আদ্রতা ঠিক রাখতে পারেন।
অলিভ অয়েল
প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে নখে ভালোভাবে অলিভ অয়েল মালিশ করে নিন। ৫ মিনিট মালিশ করলেই হবে। এতে নখের কিউটিকলগুলোর আর্দ্র ভাব বজায় থাকবে। অলিভ অয়েল না থাকলে নারকেল তেল ব্যবহার করলেও ভালো ফল পাবেন।
মধু
নখের আর্দ্রতা ধরে রাখতে এবং ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি কমাতে মধু ব্যবহার করতে পারেন। এজন্য ২ চামচ মধু ও ১ চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। প্রতিদিন ১৫ মিনিটের জন্য দুই হাতের আঙুলে এই মিশ্রণটি মেখে নিন। এভাবে নখের পরিচর্যা করলে নখের চারপাশের চামড়ার আর্দ্রতা ফিরবে। পাশাপাশি নখে পড়া হলদেটে ছোপও পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে যারা রান্না করেন, তারা নখের যত্নে এই নিয়ম মানতে পারেন।
লেবুর রস
নখ থেকে দাগছোপ, হলদেটে ভাব দূর করতে বেশ কার্যকর লেবুর রস। লেবুর রসে আছে ভিটামিন সি। যা নখ দ্রুত বাড়তে এবং নখ উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। তুলায় লেবুর রস নিয়ে নখের উপর বুলিয়ে নিন। এই টোটকা সপ্তাহে দুই বার মেনে চলুন। এতেই নখ বাড়বে। আর নখে সুন্দর করে নেল আর্টও করিয়ে নিতে পারবেন।
ঢাকা/লিপি