শীতেও ত্বকে ট্যান! কীভাবে দূর করবেন জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
যদি ভেবে থাকেন শীতের রোদে ত্বক পুড়ে যায় না — তাহলে কিন্তু ভুল ভাবছেন! সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে শীতেও ট্যান পড়ে থাকে। ত্বকের মেলানিন বেড়ে ত্বক কালচে হয়ে যায়। অ্যালোভেরা আপনার ত্বকের রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করতে পারে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে। অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানানোর নিয়ম জানিয়ে দিচ্ছি।
বেসন-দই-অ্যালোভেরা প্যাক
২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই এবং ১ টেবিল চামচ অ্যালোভেরা রস নিন। এবার সব উপাদান একসাথে মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। শরীরের যেসব অংশে সরাসরি রোদ পড়ে সেসব অংশে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে মুখের ট্যান দূর হবে এবং উজ্জ্বলতা পাবেন।
গোলাপ জল-ফ্রোজেন অ্যালোভেরা জেল
সমপরিমাণ অ্যালোভেরা রস ও গোলাপ জল একসঙ্গে মেশান। এরপর একটি বরফ ট্রেতে ভরে ফ্রিজে জমিয়ে নিন। বাইরে থেকে আসার পর ত্বক পরিষ্কার করে এই বরফ খণ্ডগুলো মুখ ও হাত ঘষে নিন। ট্যান দূর হবে আর ঠান্ডা ও সতেজ অনুভূতি পাবেন।
দুধ-হলুদ-ওটস-অ্যালোভেরা প্যাক
দুধের সর, ১ চিমটি হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ ওটসের গুঁড়া এবং আধা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এই প্যাক ত্বকে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে ট্যান কমে যাবে।
ঢাকা/লিপি