ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২৩ মার্চ ২০২৪  
ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাজধানীতে ফেনী সাংবাদিক ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে অতিথিরা

বিশিষ্টজনদের সম্মানে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রো-ভিসি অধ্যাপক ড. আলী নুর, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, বিএফিউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, এফবিসিসিআইর পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ফেনী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোতাহার হোসেন মাসুম, সাবেক সেক্রেটারি ও দৈনিক সমকালের উপ-সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইউব ভুঁইয়া, ফেনী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি একরামুল হক, সদ্য বিদায়ী সভাপতি তানভির আলাদিন প্রমুখ।

অতিথিরা সুন্দর আয়োজনের জন্য ফেনী সাংবাদিক ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান। ইফতার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভারতীয় উপমহাদেশে সাংবাদিকতায় ফেনীর কৃতি সন্তান এবিএম মুসা, আব্দুস সালাম, ওবায়দুল হক, জহুর হোসেন, মাহবুবুল হক, গিয়াস কামাল চৌধুরীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। 

সাংবাদিক নেতা এবং বিশিষ্টজনরা ফেনীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, ঢাকায় কর্মরত ফেনীর সাংবাদিকদের স্থায়ী অফিস প্রতিষ্ঠায় বিশিষ্টজনদের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম এ ব্যাপারে সহায়তায় আশ্বাস দেন।

ফেনী সাংবাদিক ফোরামের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি সারওয়ার আলম ও জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রাজু, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন ফয়সল, সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম সোহেল, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়