ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

‘আগে সবার মন পরিষ্কার করতে হবে’

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ১১ মার্চ ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আগে সবার মন পরিষ্কার করতে হবে’

মেয়র আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, শহরকে পরিষ্কার করতে হলে আগে নগরীর প্রতিটি নাগরিকের মনকে পরিষ্কার করতে হবে।

 

শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

 

আনিসুল হক বলেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মেয়রের একার পক্ষে সম্ভব না। তাই রাজধানীর সব জনগণকে এগিয়ে আসতে হবে। আর শহর পরিষ্কার করতে হলে নিজের মনকে আগে পরিষ্কার করতে হবে।

 

এ সময় তিনি নগরবাসীকে অনুরোধ জানিয়ে বলেন, ঢাকা শহর পরিষ্কার করতে প্রত্যেকে এক মিনিট চিন্তা করে দেখেন যে, আমার বাসার সামনের জায়গাটুকু পরিষ্কার করি। এই এক মিনিটের চিন্তা এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে।

 

আনিসুল হক বলেন, বর্তমানে সময় এসেছে, যে সময়টাতে শিক্ষার্থীদের মাঝে উত্তাপ বেশি ছড়ায়, আলো কম ছড়ায়। নর্থ সাউথ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজটি আলো ছড়ানোর। এ কাজটি প্রতিটি শিক্ষার্থীসহ প্রত্যেকে হাতে তুলে নিলে সাতদিনে সারাদেশের ময়লা পরিষ্কার হয়ে যাবে।

 

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব টাস্ট্রিজ চেয়ারম্যান এম এ কাশেম উপস্থিত ছিলেন।


 

রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৬/মিথুন/নওশের 

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়