ঢাকা     রোববার   ২৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

আশুরায় সদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুরায় সদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে পুরান ঢাকার হোসেনি দালানসহ আশপাশের এলাকায় সদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার পুরান ঢাকার হোসেনি দালানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘ঝুঁকি পর্যালোচনা করে কয়েক স্তরের নিরাপাত্তাবলয় গড়ে তোলা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিনসহ গোয়েন্দা পুলিশ কাজ করবে। তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, প্রেশারকুকার, টিফিনকারি ও ব্যাগ বহন নিষিদ্ধ।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘একই সঙ্গে মিছিলে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। মিছিলে ঢাকঢোল, বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো যাবে না। মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না। মিছিলে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়