ঢাকা     রোববার   ২৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি

আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে সময় পাবেন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইসির দেওয়া তফসিল অনুযায়ী এ তথ্য জানা গেছে।

গতকাল ছিল এই আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ দিন। যাচাই-বাছাই শেষে দাখিলকারী ছয় প্রার্থীকে তাদের উপস্থিতিতে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম।

এদিকে এই উপ-নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ঢাকা-১০ আসনের উপনির্বাচনের নির্বাচনী প্রচার নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত ২১ জায়গায় পোস্টার লাগাতে পারবেন। আর প্রতিটি ওয়ার্ডে একটি করে অফিস করবেন, সেখানে পোস্টার লাগাতে পারবেন। এর বাইরে রাস্তা, অলিতেগলিতে কোথাও পোস্টার টাঙাতে পারবেন না। এছাড়া লেমিনেটেড পোস্টার টাঙাতে পারবেন না। অফিসের বাইরে একেবারেই মাইক বাজাতে পারবেন না।’

ঢাকা-১০ আসনের নির্বাচনের দিন গাড়ি চলাচল উন্মুক্ত থাকবে। শুধুমাত্র মটরসাইকেল চলবে না বলেও জানান সিইসি।

তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের ভোটের দিন অফিস খোলা থাকবে। আমরা সার্কুলার জারি করে দেব, যাতে অফিস থেকে ভোটকেন্দ্রে গিয়ে কর্মকর্তারা ভোট দিতে পারেন।’

নূরুল হুদা বলেন, ‘প্রতিটি দল পাঁচটি শোভাযাত্রা করতে পারবে। যেখানে সুবিধা সেখানে শোভাযাত্রা করতে পারবেন। তবে এই নির্বাচনে কোনো জনসভা করা যাবে না।’

তফসিল অনুযায়ী, ইসির দেওয়া তফসিল অনুযায়ী ভোটগ্রহণের দিন ২১ মার্চ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়।

 

ঢাকা/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়