মেট্রোরেল চলাচল পুনরায় শুরু
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজারো যাত্রীকে বিভিন্ন স্টেশনে বিড়ম্বনায় পড়তে হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ। তখন যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।
তবে, মেট্রোল চলাচল সাময়িক বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি কর্তৃপক্ষ। কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তাও জানা যায়নি।
হাসান/রফিক