ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালককে স্বপদে বহাল রাখার আহ্বান আইইবির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৬ জানুয়ারি ২০২১  
নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালককে স্বপদে বহাল রাখার আহ্বান আইইবির

নদী গবেষণা ইনস্টিটিউটের (নগই) ফরিদপুরের পরিচালক এবং আইইবি ফরিদপুর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ড. মো. লুৎফর রহমানকে স্বপদে বহাল রাখার আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

শনিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ড. মো. লুৎফর রহমান নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুরে সফল ভাবে ২৭ বছর চাকরি করেছেন।  বর্তমান প্রশাসনের হয়রানিমূলক বেনামি পত্রের অভিযোগের তদন্তে এক বছর আগে নির্দোষ প্রমাণিত হলেও নগই প্রবিধানমালা ২০১৯ এর ধারা-৫৪,৫৫ অনুসরণ না করে বেআইনিভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।  তার বিভাগীয় মামলাগুলো হাইকোর্টে বিচারাধীন। এরপরও তাকে চাকরি থেকে কোনো সুবিধা না দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে চাকরিচ্যুত করার উদ্যোগ নেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ১০ মাস ধরে সাময়িক বরখাস্তকালীন নগই প্রশাসন কোনো ধরনের ভাতা দেয়নি।  ফলে তিনি মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় তাকে চাকরিতে পুনর্বহাল করতে আইইবি সংশ্লিষ্ট দপ্ততরকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।  অন্যথায় আইইবি পরবর্তী পদক্ষেপ নেবে।

 

ঢাকা/হাসান/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়