ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

মগবাজারে ভবনে বিস্ফোরণ, নিহত ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৭ জুন ২০২১   আপডেট: ১৬:২৬, ২৮ জুন ২০২১

রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

রোববার (২৭ জুন) রাতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। নিহতদের একজন- স্বপন, ৩৫।

সাতজন নিহতের তথ‌্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রমনা স্টেশন অফিসার ফয়সালুর রহমান।

আরো পড়ুন:

আরও পড়ুন: মূল বিস্ফোরণ মগবাজারের শর্মা হাউসের নিচতলায়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিস্ফোরণে পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার বরাত দিয়ে রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানিয়েছেন, আহতদের মধ‌্যে ৩৭ জনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে ২ জন ও বার্ন ইউনিটে ২ জন মারা গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল রাইজিংবিডিকে জানিয়েছেন, মগবাজার মোড়ে আড়ং শোরুমের পাশের তিন তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

মাকসুদ/বুলবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়