ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেয়ে বাঁচলেও মারা গেছেন মা মিনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৯ জুলাই ২০২১   আপডেট: ২২:১৩, ৯ জুলাই ২০২১
মেয়ে বাঁচলেও মারা গেছেন মা মিনা

মা মিনা খাতুনের সাথে একই ফ্লোরে কাজ করতেন মেয়ে চম্পা আক্তার। প্রয়োজনীয় একটা কাজে কারখানায় আগুন লাগার  কিছু আগে নিচে নামেন তিনি। খানিকবাদেই আগুনের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে চম্পা বেঁচে গেলেও কারখানায় থাকা তার মা মিনা খাতুন মারা যান।

শুক্রবার (৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে কথা হয় চম্পা আক্তার কাঁদছিলেন আর বিলাপ করছিলেন।

চম্পা বলেন,‘আমরা চার ভাই-বোন। বাবা চায়ের দোকানী।  গাউছিয়া নতুন বাজারে বাসা। কিশোরগঞ্জের সদরে আমাদের বাড়ি। আমি এক বছর আগে কাজে যোগ দেয়। আর আমার মা কাজ করে দুই বছর আগে থেকে।’

দুর্ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে চম্পা বলছিলেন-‘ও দিন মা ঘুম থেকে উঠে সকাল ৬টা ৪০ মিনিটে রান্না করেন। এরপর দুইজন একসাথে বের হই। কারখানায় যাই। এরপর মায়ের সাথে আর দেখা হয়নি। ৫টার কিছু আগে একটা কাজে নিচে নামি। এর কিছুক্ষন পরই আগুন লাগে। আর আমার মায়ের সাথে আর দেখা হলো না।’

বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারায়।

ঢাকা/মামুন/এমএম

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়