ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাফ ভাড়ার দাবিতে আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২২ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:০৯, ২২ নভেম্বর ২০২১
হাফ ভাড়ার দাবিতে আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

বাসে হাফ পাস ভাড়ার দাবিতে রাজধানীর কয়েকটি স্থানে আজও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

সোমবার (২২ নভেম্বর) দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এছাড়া, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বাড্ডা শাহজাহাদপুর উভয় পাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা ব্যানার নিয়ে অবস্থান নেন সড়কে। বাসে হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছে।

উল্লেখ‌্য, বাসে হাফ ভাড়ার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয় অধিকার: যাত্রী কল্যাণ সমিতি

হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকি, বকশীবাজারে সড়ক অবরোধ

বকশীবাজারের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়