ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৮ মে ২০২২   আপডেট: ১৬:৫৮, ১৮ মে ২০২২
বাজেট অধিবেশন বসছে ৫ জুন

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) বসছে ৫ জুন। সাধারণত বছরের মাঝামাঝি এ অধিবেশনেই জাতীয় বাজেট উত্থাপিত হয়। এ কারণে এই অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়। 

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএএম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়