গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: রাস্তায় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ সময় রাস্তার ওপর থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন বাসের অর্ধশতাধিক যাত্রী।
বিস্ফোরণে ওই ভবনে থাকা অনেকের শরীর ছিন্নভিন্ন হয়েছে। কেউ কেউ রক্তাক্ত হয়ে রাস্তার ওপর পড়ে ছিলেন। তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
বিস্ফোরণে শুধু ওই ভবন নয়, পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের দেয়াল এবং রড বিস্ফোরণে দুমড়েমুচড়ে গেছে।
জানা গেছে, ওই ভবনের নিচ থেকে ওপর তলা পর্যন্ত ইলেকট্রনিক্স ও সিরামিকসের দোকান আছে। বেসরকারি কয়েকটি অফিসও আছে এখানে। বিস্ফোরণের সময় এসব ফ্লোরে অনেকেই ছিলেন। তারা ভেতরে আটকা পড়েন।
বিস্ফোরণের সময় ভবনের পাশের রাস্তা দিয়ে অনেকে পথচারী যাতায়াত করছিলেন। তাদের অনেকের গায়ে দেয়াল ধসে পড়ায় গুরুতর জখম হন। সাভারগামী একটি বাস ওই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসটিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। বাসের ভেতর থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনের পাশেই একটি ট্রান্সফরমার ছিল। সেটিও বিকট শব্দে বিস্ফোরিত হয়। তার আগুনে অনেক পথচারী দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মাকসুদ/রফিক
- ২ বছর আগে ভবনের ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, জানার চেষ্টা করছে সিআইডি
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের মামলা
- ২ বছর আগে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: লাইফ সাপোর্টে থাকা ইয়াসিনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩
- ২ বছর আগে ধ্বংসস্তূপে এখন আর মরদেহ নেই: ফায়ার সার্ভিস
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে
- ২ বছর আগে ভবনের মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরিত ভবনের দায় ‘একটু’ নিতে রাজি রাজউক
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০