ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: রাস্তায় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৭ মার্চ ২০২৩   আপডেট: ১৯:৩৫, ৭ মার্চ ২০২৩
গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: রাস্তায় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ সময় রাস্তার ওপর থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন বাসের অর্ধশতাধিক যাত্রী।

বিস্ফোরণে ওই ভবনে থাকা অনেকের শরীর ছিন্নভিন্ন হয়েছে। কেউ কেউ রক্তাক্ত হয়ে রাস্তার ওপর পড়ে ছিলেন। তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

বিস্ফোরণে শুধু ওই ভবন নয়, পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের দেয়াল এবং রড বিস্ফোরণে দুমড়েমুচড়ে গেছে।

জানা গেছে, ওই ভবনের নিচ থেকে ওপর তলা পর্যন্ত ইলেকট্রনিক্স ও সিরামিকসের দোকান আছে। বেসরকারি কয়েকটি অফিসও আছে এখানে। বিস্ফোরণের সময় এসব ফ্লোরে অনেকেই ছিলেন। তারা ভেতরে আটকা পড়েন।

বিস্ফোরণের সময় ভবনের পাশের রাস্তা দিয়ে অনেকে পথচারী যাতায়াত করছিলেন। তাদের অনেকের গায়ে দেয়াল ধসে পড়ায় গুরুতর জখম হন। সাভারগামী একটি বাস ওই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসটিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। বাসের ভেতর থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনের পাশেই একটি ট্রান্সফরমার ছিল। সেটিও বিকট শব্দে বিস্ফোরিত হয়। তার আগুনে অনেক পথচারী দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মাকসুদ/রফিক

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়