ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮

প্রকাশিত: ০০:৩০, ৮ মার্চ ২০২৩  
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮

বিস্ফোরণে দুটি ভবনের বেসমেন্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। এদের মধ্যে দুজন নারী। এ ঘটনায় এখন পর্যন্ত আহত ৭৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ঢাকা মেডিক্যাল হাসপাতাল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত মোট ১৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন-

১. ঢাকা বংশালের ১নং সুরিটোলার মমিনের ছেলে মো. সুমন (২১)।

২. বরিশালের কাজিরহাট থানার চর সন্তোষপুরের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫)।

৩. ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিমপাড়ার মোশাররফ হোসেনের ছেলে মুনসুর হোসেন (৪০)।

৪. পুরান ঢাকার আলুবাজারের ৯৭ লুৎফর রহমান লেনের মৃত হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৪২)।

৫. চাঁদপুরের মতলবের পশ্চিম লালপুরের বিল্লাল হোসেনের ছেলে আল আমিন (২৩)।

৬. ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ চৈনকুটিয়ার মাষ্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে রাহাত (১৮)।

৭. পুরান ঢাকার চকবাজার থানার ১১৫/৭/৫ ইসলামবাগের আবুল হাসেমের ছেলে মমিনুল ইসলাম (৩৮)।

৮. পুরান ঢাকার চকবাজার থানার ১১৫/৭/৫ ইসলামবাগের মৃত মমিনুল ইসলামের স্ত্রী নদী বেগম (৩৬)।

৯. মুন্সীগঞ্জ সদরের সৈয়দপুর গ্রামের মৃত ছমির উদ্দিন আকনের ছেলে মাঈন উদ্দিন (৫০)।

১০. পুরান ঢাকার বংশালের ৪৭নং কেপি ঘোষ স্ট্রিটের ইউনুছ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৫)।

১১. মানিকগঞ্জ সদরের চর বেউথা গ্রামের মৃত শেখ সাহেব আলীর ছেলে ওবায়দুল হাসান বাবুল (৫৫)।

১২. মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আবু জাফর সিদ্দিক (৩৪)।

১৩. পুরান ঢাকার বংশালের ১৮/১ আগামাসি লেনের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী আকুতি বেগম (৭০)।

১৪.  ঢাকার যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের মৃত কালাচান মিরের ছেলে মো. ইদ্রিস মির (৬০)।

১৫. ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃত আলি মোহাম্মদ ভূঁইয়ার ছেলে নুরুল ইসলাম ভূইয়া (৫৫)।

১৬. পুরান ঢাকার বংশালের সিদ্দিকবাজারের জাবেদ গলির হৃদয় (২০)।

১৭. আব্দুল হাকিম সিয়াম (১৮)।

ঢাকা/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়