সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতে রাষ্ট্রপতির শোক
ফাইল ছবি
রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের একে একে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ১০টা পর্যন্ত) ১৮ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। বহু মানুষ উড়ে এসে রাস্তায় পড়েছেন। সড়কে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ; যে যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েছেন।
ঢাকা/হাসান/এনএইচ
- ২ বছর আগে ভবনের ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, জানার চেষ্টা করছে সিআইডি
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের মামলা
- ২ বছর আগে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: লাইফ সাপোর্টে থাকা ইয়াসিনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩
- ২ বছর আগে ধ্বংসস্তূপে এখন আর মরদেহ নেই: ফায়ার সার্ভিস
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে
- ২ বছর আগে ভবনের মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরিত ভবনের দায় ‘একটু’ নিতে রাজি রাজউক
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০