ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিস্ফোরণে নিহতের লাশ ‘জোর করে’ নিয়ে গেলেন স্বজনরা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪০, ৮ মার্চ ২০২৩  
বিস্ফোরণে নিহতের লাশ ‘জোর করে’ নিয়ে গেলেন স্বজনরা 

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণে নিহতের লাশ ‘জোর করে’ নিয়ে গেছেন স্বজনরা। ঢাকা মেডিক্যালে স্বজনদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বজনরা দুটি মরদেহ জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল মর্গের সামনের প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের স্বজনরা বার বার মরদেহ নিতে চাইলেও পুলিশ আনুষ্ঠানিকতার কারণে মরদেহ দিতে রাজি হচ্ছিল না। তাই ক্ষুব্ধ স্বজনরা পুলিশের সঙ্গে তর্ক জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয়। পরে ঢামেকে দায়িত্বরত পুলিশ ও আনসার কর্মকর্তারা তাদের ছত্রভঙ্গ করে দেন।

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ১৮ নিহত হয়েছেন। এছাড়া শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রায়হান/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়