হরতালের প্রভাব পড়েনি শনিরআখড়া-কাজলায়
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীর শনিরআখড়া-কাজলা এলাকায়। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। চলছে রাজধানীতে চলাচলকারী বাস। খুলেছে দোকানপাট, চলছে বেচা-কেনা।
রোববার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে এ চিত্র দেখা যায়।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ব্যাপক প্রভাব পড়েছে এ দুই এলাকার মানুষের জীবনে। যাতায়াতের সুবিধার্থে অনেক কর্মজীবী মানুষ এ এলাকায় বাস করেন। কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় গুলিস্তান মতিঝিল পল্টনে।
শনিরআখড়া, কাজলা ঘুরে দেখা যায়, জীবিকার তাগিদে সকাল থেকেই লোকজন বের হয়েছেন। বাসসহ অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। সায়েদাবাদ থেকে ছেড়ে আসা সিলেট, কুমিল্লার দূরপাল্লার বাসও চলতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাসে যাত্রী কম। যদিও রাজধানীতে চলাচলরত বাসে যাত্রীসংখ্যা স্বাভাবিক। যাত্রীদের জটও দেখা যায়। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের বাসও চলতে দেখা গেছে। ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করার দৃশ্যও দেখা যায়।
কাজলা এলাকায় কথা হয় জিল্লুর রহমান নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, কাটাবন ব্যাংকে যাব একটা কাজে। গাড়ি তো চলছেই। ভেবেছিলাম গাড়ি চলে কি না?
স্থানীয় চায়ের দোকানদার মো. শাহ আলম বলেন, সকাল থেকেই আগের মতো বাস চলছে। দূরপাল্লার বাসও দেখলাম যাচ্ছে। হরতাল দেখে মনেই হচ্ছে না। রাত থেকেই দোকানে আছি। কোনো ঝামেলা দেখিনি।
মামুন/তারা
- ৮ মাস আগে সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল
- ৮ মাস আগে বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫
- ৮ মাস আগে রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
- ৮ মাস আগে গাইবান্ধায় ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা
- ৮ মাস আগে মঙ্গলবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ৮ মাস আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল
- ৯ মাস আগে নতুন করে দুই দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত
- ৯ মাস আগে হরতাল-অবরোধ একসঙ্গে ঘোষণা বিএনপির
- ৯ মাস আগে রংপুর মহানগরীতে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি
- ৯ মাস আগে বুধবার রংপুর মহানগরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ৯ মাস আগে মিরপুরে বাসে আগুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ৯ মাস আগে রাজধানীর মৌচাকে ককটেল বিস্ফোরণ
- ৯ মাস আগে রাজধানীর পল্টনে বাসে আগুন
- ৯ মাস আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে যুবদলের মিছিল
- ৯ মাস আগে গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ কর্মী গ্রেপ্তার