ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছেড়ে দেওয়া দপ্তর পেলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২৯ নভেম্বর ২০২৩  
টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছেড়ে দেওয়া দপ্তর পেলেন যারা

ইয়াফেস ওসমান, মোস্তাফা জব্বার ও ড. শামসুল আলম। ছবি: সংগৃহীত

টেকনোক্র্যাট (যারা সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ছেড়ে দেওয়া দপ্তরের দায়িত্ব বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থপতি ইয়াফেস ওসমানের ছেড়ে দেওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী। 

আরো পড়ুন:

মোস্তাফা জব্বারের দায়িত্বে থাকা ডাক ও টেলিযোগাযোগের বিভাগ সামলাবেন জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে বাড়তি দায়িত্ব পালন করবেন তিনি।

আর পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আছেন, তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ এই তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

ঢাকা/হাসান/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়