ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সব পক্ষকে সংযম প্রদর্শনে ফ্রান্সের আহ্বান  

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২৮ জুলাই ২০২৪  
সব পক্ষকে সংযম প্রদর্শনে ফ্রান্সের আহ্বান  

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সব পক্ষকে সংযম থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স। একইসঙ্গে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

রোববার (২৮ জুলাই) ঢাকার ফ্রান্স দূতাবাস এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

ফ্রান্সের বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফ্রান্স ধরনের সহিংসতা এড়িয়ে সবাইকে শান্ত থাকা, সংযম অবলম্বন এবং সংলাপের আহ্বান জানিয়েছে।

একইসঙ্গে ফরাসি নাগরিক এবং যারা বাংলাদেশ ভ্রমণ করতে আগ্রহী, তাদের সতর্কতার জন্য পরামর্শ দিয়েছে দূতাবাস।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়