ঢাকা     মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৪ ১৪৩২

ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৫১, ৩১ জুলাই ২০২৪
ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের (বরখাস্ত) সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

শিগগির দুদকের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান আদালতে চার্জশিট দাখিল করবেন ব‌লে জানা গে‌ছে।

এর আগে গত বছর তথ্য গোপন ক‌রে অ‌বৈধ সম্পদ অর্জ‌নের অ‌ভি‌যো‌গে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। দীর্ঘ তদন্ত শে‌ষে তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় উক্ত ব্যাংক কর্মকর্তা‌কে অ‌ভিযুক্ত ক‌রে চার্জ‌শিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান।

দুদক জানায়, মোহাম্মদ নুরুল ইসলাম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজের নামে ৫৬ লাখ ১৯ হাজার ২০৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন, এর প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৮০৭ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

নঈমুদ্দীন/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়