পদ ছাড়লেন সপ্তমবারের মতো দায়িত্ব পাওয়া লিয়াকত আলী লাকী
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের বড় পদগুলোতে পরিবর্তনের দাবি ওঠে। এরপর বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে পরিবর্তন আসতে শুরু করে। তারই ধারাবাহিকতায় এবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লিয়াকত আলী লাকী।
সোমবার লিয়াকত আলী লাকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে প্রায় এক যুগ দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে এই পদে দায়িত্ব পান তিনি। এরপর ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। শিল্পকলা একাডেমির ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন। সাংস্কৃতিক অঙ্গনে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। এমনকি দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছে।
লিয়াকত আলী লাকী বর্তমানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি। এ পদে দায়িত্ব পালন করতে গিয়েও তিনি বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ‘ঢাকা থিয়েটার’ সে সময় ফেডারেশন থেকে বেরিয়ে আসে। এতে নাট্যকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।
গত বছর সাধারণ নাট্যকর্মীবৃন্দের ব্যানারে লাকীর অপসারণের দাবিতে সংস্কৃতিকর্মীদের আন্দোলন করতে দেখা গেছে।
তারা//