ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:০৮, ৫ ডিসেম্বর ২০২৪
সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দল।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’-এর প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন তারা। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’-এর প্রতিনিধি দলের সংক্ষিপ্ত বৈঠক।


যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ও গ্রিসের বৈশ্বিক বাংলাদেশিরা প্রতিনিধি দলে ছিলেন ।

প্রধান উপদেষ্টাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন তারা। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়।

প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিতপত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।”

যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান রাখেন প্রধান উপদেষ্টা।

ঢাকা/হাসান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়