সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের বিশেষ ভাড়া সুবিধা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

যারা সৌদি আরব ও মালয়েশিয়ায় কাজ করতে যাবেন, তাদের জন্য বিশেষ ভাড়া সুবিধা নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ বলেছে, যাত্রীকে এই সুবিধা পেতে হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি কার্ড বা বিএমইটি-এর সত্যায়ন প্রয়োজন হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য যথাক্রমে ৪৮০, ৪০০, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করেছে।
তবে, ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই ভাড়া সুবিধা পাবেন না।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও শফিকুর রহমান জানান, অভিবাসন খরচ কমাতে সরকারের চেষ্টার অংশ হিসেবে বিমান এই উদ্যোগ নিয়েছে।
ঢাকা/হাসান/এনএইচ