পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মো. বিল্লাল হোসেনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর দিলকুশার ফেডারেশন ভবনে এই সভা হয়।
বিল্লাল হোসেন একজন অভিজ্ঞ সমবায়ী নেতা, আকুবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য এইচ এম হাসান আল মামুন (লিমন)।
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি নাফিজ উদ্দিন চৌধুরী, পরিচালক মো. নুরুল ইসলাম, মো. নুরুল হক, এ এম শাহিন, মো. সাইফুল্লাহ আজাদ, মো. শফিউল আজম খান, মো. ইউসুফ নিজামী, মো. শরীফুল ইসলাম, মো. ফখরুল ইসলাম, মো. শাহাবুদ্দিন মিয়া, মো. মোস্তাফা কামাল, মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. জসিম মিয়া ও প্রাক্তন সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম প্রমুখ।
ঢাকা/মাকসুদ/এনএইচ