ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা ও ময়মনসিংহ বিভাগ

১৬ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ২৮৮ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪৮, ৮ জুলাই ২০২৫
১৬ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ২৮৮ কোটি টাকা

টার্নকি ভিত্তিতে ভূমি উন্নয়নসহ মোট ১৬টি ৩৩/১১ কেভি এআইএস সাবষ্টেশন নির্মাণের দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২৮৮ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ২৭৮ টাকা।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও কর্মকতারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, টার্নকি ভিত্তিতে ভূমি উন্নয়নসহ ৮টি নতুন ৩৩/১১ কেভি এআইএস সাবষ্টেশন ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং কাজের  ক্রয় প্রস্তাব (ডব্লিউপি-২ লট-১) অনুমোদন দিয়েছে কমিটি। ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন, (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ (বিশেষ সংশোধিত) প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-২, লট-১ এর আওতায় টার্নকি ভিত্তিতে উপকেন্দ্র-এর পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৮টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব বাণিজ্যিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আইডিয়াল ইলেক্ট্রিক এন্টাপ্রাইজ লিমিটেড এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৪৪ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ২৭ টাকা।

সভা সূত্রে জানা যায়, টার্নকি ভিত্তিতে ভূমি উন্নয়নসহ ৮টি নতুন ৩৩/১১ কেভি এআইএস সাবষ্টেশন ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং কাজের  ক্রয় প্রস্তাব (ডব্লিউপি-২ লট-২) অনুমোদন দিয়েছে কমিটি। ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন, (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ (বিশেষ সংশোধিত) প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-২, লট-১ এর আওতায় টার্নকি ভিত্তিতে উপকেন্দ্র-এর পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৮টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব বাণিজ্যিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আইডিয়াল ইলেক্ট্রিক এন্টাপ্রাইজ লিমিটেড এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৪৩ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ২৫১টাকা।

ঢাকা/হাসনাত/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়