স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পরিবহন প্রয়োজন: ফাওজুল কবির খান
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পরিবহন খাতকে স্মার্ট করতে হবে। র্যাপিড পাস এই স্মার্ট রূপান্তরের গুরুত্বপূর্ণ উপাদান। নগরবাসীর সময় বাঁচবে, লেনদেনে স্বচ্ছতা আসবে এবং সরকার শতভাগ রাজস্ব পাবে। এক উদ্যোগে তিনটি সুফল মিলবে।
রবিবার (২০ জুলাই) রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে ‘র্যাপিড পাস’ স্মার্ট কার্ড চালুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘‘এই উদ্যোগ শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না, একে দেশব্যাপী বিস্তৃত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোঃ খোদা বখস চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মোঃ এহছানুল হক এবং প্রধান সমন্বয়কারী, সম্মিলিত শ্রমিক পরিষদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে জানানো হয়, ‘র্যাপিড পাস’ শুধু মেট্রোরেল নয়, এখন থেকে হাতিরঝিল চক্রাকার বাস, ওয়াটার ট্যাক্সি এবং বিআরটিসি বাসেও ধাপে ধাপে চালু হচ্ছে। স্মার্ট এনএফসি (নিকট যোগাযোগ প্রযুক্তি) কার্ড ব্যবস্থায় যাত্রীরা নগদ অর্থ ছাড়াই বাস, রেল, নৌ ও মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।
ডিটিসিএ জানিয়েছে, অনলাইন ব্যালেন্স যাচাই, নতুন কার্ড নিবন্ধন, হারানো কার্ডের আবেদন এবং অভিযোগ দাখিলের সুবিধা নিয়ে নতুন র্যাপিড পাস ওয়েবসাইটও একই দিনে চালু হয়েছে।
ঢাকা/এএএম//