ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক বনমন্ত্রী, ছেলে জাকির ও বন সংরক্ষক আমিরের দুর্নীতির খোঁজে দুদক

বি‌শেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ২৩:০২, ২৬ আগস্ট ২০২৫
সাবেক বনমন্ত্রী, ছেলে জাকির ও বন সংরক্ষক আমিরের দুর্নীতির খোঁজে দুদক

রিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ফাইল ছবি।

ক্ষমতার অপব‌্যবহার ক‌রে ঘুষ-দুর্নীতির মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন ও প্রধান বন সংরক্ষক আমির হোসেনসহ সং‌শ্লিষ্ট‌দের বিরু‌দ্ধে বিপুল প‌রিমাণ অবৈধ সম্পদ অর্জন ও পাচা‌রের অভিযোগে র‌য়ে‌ছে, যা আম‌লে নি‌য়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন ও সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম অভিযোগটি অনুসন্ধান করছেন।

আরো পড়ুন:

অভিযোগ অনুসন্ধানে এরইমধ্যে বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 

চিঠিতে প্রধান বন সংরক্ষকসহ বেশ কয়েকজন কর্মকর্তার চাকরির সময়ে রেঞ্জ, পোস্টিং, পদায়নের অফিস আদেশের কপি এবং বিভিন্ন কার্যালয়ে দুই বছরের অধিক সময় ধরে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা চাওয়া হয়েছে। এ ছাড়া বদলি বাণিজ্য-সংক্রান্ত বিভাগীয় তদন্ত হয়ে থাকলে তার সত্যায়িত কপিও চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন ও প্রধান বন সংরক্ষক আমির হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেটেসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়